ঢাকা, মঙ্গলবার, ৬ জ্যৈষ্ঠ ১৪৩২, ২০ মে ২০২৫, ২২ জিলকদ ১৪৪৬

জাতীয়

নারায়ণগঞ্জে বাল্যবিয়ের দায়ে ৩ জনের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২:৫৭, ডিসেম্বর ২৩, ২০১৫
নারায়ণগঞ্জে বাল্যবিয়ের দায়ে ৩ জনের জরিমানা

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের চাষাঢ়ায় বাল্য বিয়ের দায়ে বর ও তার বাবা এবং বাল্যবিয়ের শিকার ওই স্কুলছাত্রীর বাবাকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৩ ডিসেম্বর) বিকেলে চাষাঢ়ায় বঙ্গবন্ধু সড়কে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মাসুম আলী বেগ এ অর্থদণ্ড প্রদান করেন।



মাসুম আলী বেগ বাংলানিউজকে জানান, সদর উপজেলার ফতুল্লার হাজী উজির আলী স্কুলের অস্টম শ্রেণির ছাত্রীর সঙ্গে কাশীপুর মাদবর এলাকার সুরুজ মিয়ার ছেলে সুরুজ্জামান সুজনের (২৫) বিয়ে আয়োজন করা হয়। কিন্তু ওই স্কুলছাত্রী অপ্রাপ্তবয়স্ক ছিল। তার বিয়ের বয়স হয়নি।

তিনি আরও বলেন, খবর পেয়ে চাইনিজ রেস্টুরেন্টে বিয়ে পড়ানোর সময় সেটি বন্ধ করে দেওয়া হয়। পরে বর সুজন, তার বাবা সুরুজ মিয়া ও ওই স্কুলছাত্রীর বাবাসহ তিনজনের প্রত্যককে এক হাজার টাকা করে মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ সময়: ২২০১ ঘণ্টা, ডিসেম্বর ২৩, ২০১৫
আরএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।