ঢাকা: বাহরাইনের সঙ্গে দ্বিপক্ষীয় সহযোগিতা বৃদ্ধির লক্ষে দুইটি চুক্তি ও একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর বাইরাইন সফরকালে মঙ্গলবার (২২ ডিসেম্বর) এ চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
দুই দেশের মধ্যে বিনিয়োগে পারস্পরিক সুরক্ষা ও প্রসার, দ্বৈত কর এড়ানো বিষয়ক পৃথক চুক্তি এবং দুই দেশের পররাষ্ট্র দপ্তরের মধ্যে নিয়মিত পরামর্শ সভা (এফওসি) সংক্রান্ত সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী শেখ খালিদ বিন আহমেদ আল খলিফার আমন্ত্রণে মাহমুদ আলী মানামায় যান। ২২-২৩ ডিসেম্বরের ওই সফরে দেশটির প্রধানমন্ত্রী খলিফা বিন সালমান আল খলিফার সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয় তার। ওই সাক্ষাতে মন্ত্রী বাহরাইন সরকার প্রধানকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুভেচ্ছা পৌঁছে দেন।
জবাবে বাহরাইনের প্রধানমন্ত্রী দ্রুত অর্থনৈতিক অগ্রগতির জন্য শেখ হাসিনার দূরদৃষ্টি সম্পন্ন ও গতিশীল নেতৃত্বের প্রশংসা করেন। একইসঙ্গে বিভিন্ন খাতে সহযোগিতা বাড়াতে বাংলাদেশের সঙ্গে তার দেশ ঘনিষ্ঠভাবে কাজ করবে বলে অঙ্গীকার ব্যক্ত করেন।
এদিকে, সফরকালে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রীসহ দেশটির বিভিন্ন পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনায় মাহমুদ আলী দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন। উভয়পক্ষ আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ফোরামে বিশেষ করে জাতিসংঘে দুই দেশের চমৎকার সহযোগিতার কথা স্মরণ করেন। মধ্যপ্রাচ্য অঞ্চলে বিভিন্ন আঞ্চলিক ঘটনাবলী নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়।
এছাড়া বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী উপসাগরীয় সহযোগিতা পরিষদের সঙ্গে একটি কৌশলগত সংলাপ গড়ে তোলার প্রস্তাব করেন। এতে মাহমুদ আলী ইতিবাচক সাড়া দেন। উভয়পক্ষ আগামী বছরের প্রথম দিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত বাহরাইন সফর নিয়েও কথা বলেন।
এ সময় মানামায় বাংলাদেশি পণ্যের একক প্রদর্শনী আয়োজনেও সম্মত হন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বাংলাদেশ সময়: ০১২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
জেপি/এসআর