বান্দরবান: বান্দরবানের লামা উপজেলায় ৮০ হাজার লিটার দেশি চোলাই মদ জব্দ করে ধ্বংস করা হয়েছে।
বুধবার (২৩ ডিসেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত র্যাব-৭ এর একটি দল উপজেলার আজিজনগর এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আমির উল্লাহ বাংলানিউজকে জানান, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজিজনগরের বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে দেশি ৮০ হাজার লিটার মদ ও মদ তৈরির সরঞ্জাম জব্দ করা হয়।
পরে সন্ধ্যায় সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ আখতারের উপস্থিতিতে তা ধ্বংস করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদ আখতার জানান, ধ্বংসকৃত মদের আনুমানিক মূল্য প্রায় ১ কোটি ৬০ লাখ টাকা।
বাংলাদেশ সময়: ০২২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসআর