ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ১০৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ১০৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার

ব্রাহ্মণবাড়িয়া:  ব্রাহ্মণবাড়িয়ায় অভিযান চালিয়ে ১০৬ কেজি গাঁজা ও ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি-১২) সদস্যরা।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) ভোর আনুমানিক পাঁচটার দিকে জেলার কসবা উপজেলার চকবস্তা সীমান্ত এলাকায় এ বিশেষ অভিযান চালানো হয়।



অপরদিকে আখাউড়া উপজেলার জাঙ্গাল সীমান্ত এলাকা থেকে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

১২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নজরুল ইসলাম বাংলানিউজকে জানান, বিজিবির কসবা কোম্পানি কমান্ডার জুনিয়র কর্মকর্তা মো. আমিনুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযান চালিয়ে ১০৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।

এছাড়াও আখাউড়ার গঙ্গাসাগর বিওপি কমান্ডার জুনিয়র কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে নিয়মিত অভিযান চালিয়ে ৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।   

বাংলাদেশ সময়: ১০২২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।