ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফার্মগেটে ৫ দফা দাবিতে প্রকৌশলীদের রাস্তা অবরোধ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ফার্মগেটে ৫ দফা দাবিতে প্রকৌশলীদের রাস্তা অবরোধ ছবি: রাজীব/বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পেশাভিত্তিক প্রশাসন, বেতন স্কেলে সিলেকশন ও টাইমস্কেল পুনর্বহালসহ পাঁচ দফা দাবিতে রাজধানীর ফার্মগেটে সড়ক অবরোধ করেছে প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক (প্রকৃতি) সমন্বয় কমিটি।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ১১টায় কৃষিবিদ ইনস্টিটিউট থেকে মিছিল নিয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্দেশ্যে যাওয়ার পথে পুলিশ ফার্মগেট মোড়ে আটকে দেয়।



এসময় তারা মালেক টাওয়ারের সামনে ফার্মগেট থেকে মহাখালী যাওয়ার পথের রাস্তা অবরোধ করে বসে পড়েন। এতে বন্ধ হয়ে যায় ফার্মগেট থেকে মহাখালী যাওয়ার রাস্তা।

পরে ছয় সদস্যদের একটি দল প্রধানমন্ত্রীর কার্যালয়ে স্মারকলিপি দিতে যান। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত তারা সড়কে অবস্থান নিয়ে বসে আছেন। এতে ফার্মগেট থেকে মহাখালী যাওয়‍ার রাস্তা প্রায় বন্ধ অবস্থায় রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১১২৮ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
হাসিবুর/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।