খুলনা: খুলনার আটরা শিল্পাঞ্চলের রাষ্ট্রায়ত্ত আলীম জুট মিলের শ্রমিকরা লাঠি মিছিল করেছেন।
মিলটিকে ব্যক্তি মালিকানায় হস্তান্তর প্রক্রিয়া বন্ধ, পাট ক্রয় করে মিলের উৎপাদন চালু, বকেয়া মজুরি বেতন দেওয়াসহ বেশ কয়েকটি দাবিতে তারা এ লাঠি মিছিল করেন।
বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে খুলনা-যশোর মহাসড়কে এ কর্মসূচি পালন করেন শ্রমিকরা।
লাঠি মিছিল শেষে মিলগেটে এক সংক্ষিপ্ত সমাবেশে সভাপতিত্ব করেন সিবিএ সভাপতি আব্দুস সালাম জমাদ্দার।
সমাবেশে বক্তব্য রাখেন- শ্রমিক নেতা মো. আমিনুল ইসলাম, মো. আব্বাস বিশ্বাস, মো. আকবার আলী, হাফেজ আব্দুস সালাম, মো. মজিবর রহমান, মো. রফিকুল ইসলাম, মো. ইকবাল হোসেন, শেখ জাকারিয়া, মো. আনোয়ার হোসেন, মো. আবেদ আলী, রেদোয়ান হোসেন বাহার প্রমুখ।
১৯৬৮ সালের ০১ জুলাই খুলনার আটরা শিল্প এলাকায় মেসার্স আলীম জুট মিলস্ লিমিটেড শিল্প প্রতিষ্ঠানটি ব্যক্তি মালিকানায় প্রতিষ্ঠিত হয়। পরবর্তীতে ১৯৭২ সালে তৎকালীন রাষ্ট্রপতির আদেশবলে (পি ও ২৭) মিলটি রাষ্ট্রায়ত্ত করা হয় এবং বিজেএমসি’র নিয়ন্ত্রাণাধীন মিল হিসেবে এখন পর্যন্ত পরিচালিত হয়ে আসছে।
বাংলাদেশ সময়: ১৪২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এমআরএম/এসএস