ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস উল্টে একযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
গাজীপুরে বাস উল্টে একযাত্রী নিহত

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা বালিরঘাট এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস উল্টে একযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত আটজন।



বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বেলা পৌনে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

গাজীপুরের শালনা (কোনাবাড়ি) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ দাউদ বাংলানিউজকে এ তথ্য জানান।

আহতদের শহীদ তাজ উদ্দিন আহমেদ মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতাল ও স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গাজীপুরগামী নিরাপদ পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ওই যাত্রী মারা যান।

নিহতের মরদেহ স্থানীয় হাসপাতাল মর্গে রাখা হয়েছে। তার পরনে ছিলো লুঙ্গি ও কালো রংয়ের শার্ট। পুলিশ তার পরিচয় শনাক্তের চেষ্টা চালাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৫৫০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫/ আপডেট: ১৭৫৭ ঘণ্টা
রাস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।