ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গুইমারায় পিকআপ ভ্যান উল্টে চালকসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
গুইমারায় পিকআপ ভ্যান উল্টে চালকসহ নিহত ২

খাগড়াছড়ি: খাগড়াছড়ির গুইমারা উপজেলার জালিয়াপাড়া মিশনটিলা এলাকায় পিকআপ ভ্যান উল্টে চালকসহ ২ জন নিহত ও অপর দু’জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ১০টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কের এ দুর্ঘটনা ঘটে।



নিহতরা হলেন, পিকআপ ভ্যান চালক নাসির উদ্দিন (৩৭) ও হেলপার ছগির আহমেদ (২৮)। আহত দু’জন হলেন, গাড়ি চালক নাছির উদ্দিনের মা ও স্ত্রী।

পুলিশ জানিয়েছে, পিকআপ ভ্যানটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। উল্টোদিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইট দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তারা নিহত হন।

গুইমারা থানার উপ পরিদর্শক (এসআই) ইয়াসিন বাংলানিউজকে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।