ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চাঁদপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
চাঁদপুরে ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে র‌্যালি ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

চাঁদপুর: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বে‍লা সাড়ে ১১টায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে র‌্যালিটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক ঘুরে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।



এর আগে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাসূল (সা.) এর জীবন সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আহলে সুন্নাত ওয়াল জামায়াত চাঁদপুর জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা মো. মুহিব উল্যাহ।

সভা সঞ্চালনা করেন ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন পরিষদের আহ্বায়ক মাওলানা আহসান উল্যাহ। এসময় বক্তব্য রাখেন অধ্যক্ষ মাওলানা মো. আবু জাফর, অধ্যক্ষ মাওলানা মো. জসিম উদ্দিন, গাছতলা দরবার শরীফের পীর খাজা মো. জুবায়ের ও হুমায়ুন কবির প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।