ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুড়িগ্রামে কৃষকের অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
কুড়িগ্রামে কৃষকের অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

কুড়িগ্রাম: কুড়িগ্রামে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের অধিকার রক্ষায় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) দুপুরে শিল্পকলা একাডেমি সম্মেলন কক্ষে দাতা সংস্থা অক্সফাম’র সহযোগিতায় এবং স্থানীয় উন্নয়ন সংগঠন ‘জীবিকা’র আয়োজনে বৈঠকটি অনুষ্ঠিত হয়।



বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক খান মো. নুরুল আমিন। বক্তব্য রাখেন জেলা সমবায় অফিসার নাজমুল হুদা, জীবিকার পরিচালক মানিক চৌধুরী ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল ভৌমিক প্রমুখ।

বক্তারা জানান, ফুড সিকিউরিটি অ্যান্ড গর্ভনেন্স প্রকল্পের মাধ্যমে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের উন্নয়নে এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে জীবিকা কাজ করে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭৩১ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।