ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শুক্রবার থেকে কনকনে শীত, বাড়বে কুয়াশা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
শুক্রবার থেকে কনকনে শীত, বাড়বে কুয়াশা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: হিমালয়ের পাদদেশ থেকে ‍আসা উত্তুরে হিম হাওয়ায় সারাদেশে ক্রমে বাড়ছে শীতের তীব্রতা। উত্তরাঞ্চলে বইছে মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ।

সেই হাওয়ার ছোঁয়া লাগতে যাচ্ছে ঢাকায়ও। শুক্রবার (২৫ ডিসেম্বর) থেকে আরও নামতে শুরু করবে তাপমাত্রা। নেমে দাঁড়াতে পারে ১১-১২ ডিগ্রিতে।

দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা মৌলভীবাজারে শ্রীমঙ্গলে তাপমাত্রা নামতে পারে ৬-৭ ডিগ্রিতে। উত্তরাঞ্চলেও থাকবে শীতের তীব্রতা।

ওয়েদার নেটওয়ার্ক, ইয়াহু ওয়েদার, ওয়েদার আন্ডারগ্রাউন্ড, আকু ওয়েদারের পূর্বাভাস এমনই।

আবহাওয়ার ওয়েবসাইটগুলো জানাচ্ছে, ঢাকায় তাপমাত্রা ১৪-১৫ থাকলেও শুক্রবার থেকে কমতে শুরু করবে। মাসের শেষ দিকে তাপমাত্রা কমে নামতে পারে ১১ ডিগ্রিতে। তবে জানুয়ারির শুরুতে কিছুটা বাড়বে। এদিন থেকে সকালে কুয়াশার মাত্রাও থাকবে বেশি। ঘনকুয়াশা কাটতে লেগে যাবে বেলা ১১-১২টা পর্যন্ত।

দেশের উত্তরাঞ্চলের জেলা পঞ্চগড়, দিনাজপুর, লালমনিরহাট, কুড়িগ্রাম, রাজশাহী, নাটোরে উত্তুরে হাওয়ার প্রকোপ বেশি থাকায় তাপমাত্রা ৮-৯ ডিগ্রিতে নেমে যেতে পারে।

দেশের কোথাও কোথাও আকাশ সামান্য মেঘলা থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা কম। তবে কুয়াশা বেশি থাকবে।

বাংলাদেশ সময়: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।