ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভোলায় মেয়র পদে নবীণ-প্রবীণদের ভোটের লড়াই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ভোলায় মেয়র পদে নবীণ-প্রবীণদের ভোটের লড়াই ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ভোলা: ভোলার ৩টি পৌরসভার ভোট যুদ্ধ হবে নতুন মুখ ও সাবেক মেয়রদের মধ্যে। এতিনটি পৌরসভা থেকে ৭ মেয়র প্রার্থী লড়ছেন।

এদের মধ্যে ৪ জনই নতুন মুখ।

বিগত দিনে এসব প্রার্থী অন্য কোনো নির্বাচনে অংশগ্রহণ করেননি। তবে, অভিজ্ঞতার দিক দিয়ে এগিয়ে রয়েছে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা। আওয়ামী লীগের প্রার্থীরা গত নির্বাচনেও মেয়র ছিলেন।

নতুন প্রার্থীরা হলেন- ভোলা পৌরসভায় বিএনপি সমর্থিত প্রার্থী হারুন অর রশিদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী আতাউর রহমান মমতাজি। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৩১ হাজার ৩৬০ জন। এদের মধ্যে পুরুষ ভোটার ১৬ হাজার ২৫৩ ও নারী ভোটার ১৫ হাজার ১০৭জন। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৮টি।

দৌলতখান পৌরসভায় প্রথমবারের মতো নির্বাচন করছেন বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কবির ও দৌলতখান পৌরসভার বিএনপি সমর্থিত প্রার্থী আনোয়ার হোসেন কাকন। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত এ পৌরসভায় মোট ভোটার ১০ হাজার ৬৬৫ জন। এদের মধ্যে পুরুষ ৫ হাজার ৭৩৬ জন ও নারী ভোটার ৪ হাজার ১২৯ জন। এখানে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৯টি।

এসব প্রার্থীর মধ্যে ভোলা সদর পৌরসভার বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী হারুন অর রশিদ জেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক, ইশা’র প্রার্থী জেলা কমিটির আমির। অন্যদিকে দৌলতখান উপজেলা বিএনপি প্রার্থী আনোয়ার হোসেন কাকন উপজেলা বিএনপি’র সহ সভাপতি এবং বোরহানউদ্দিন পৌরসভা মেয়র প্রার্থী মনিরুজ্জামান কবির পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক।

৯টি ওয়ার্ড নিয়ে গঠিত বোরহানউদ্দিন পৌরসভায় মোট ভোটার সংখ্যা ৮ হাজার ৪১০ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪ হাজার ৩৬০ জন ও নারী ভোটার ৪ হাজার ৫০ জন। এখানে ভোট কেন্দ্রের সংখ্যাও ৯টি।

অন্যদিকে, আওয়ামী লীগের প্রার্থীদের মধ্যে ভোলা সদরের মোহাম্মদ মনিরুজ্জামান মনির, দৌলতখানের জাকির হোসেন তালুকদার ও বোরহানউদ্দিনের রফিকুল ইসলাম গত নির্বাচনে মেয়র ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।