ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ক্যাডেট পুনর্মিলনীতে যোগ দিতে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ক্যাডেট পুনর্মিলনীতে যোগ দিতে সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি আব্দুল হামিদ

সিলেট: ক্যাডেট কলেজের প্রাক্তন ক্যাডেটদের পুনর্মিলনী অনুষ্ঠানে যোগ দিতে শনিবার (২৬ ডিসেম্বর) সিলেট যাচ্ছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

সফরকালে রাষ্ট্রপতির হযরত শাহজালাল (র.) ও শাহপরাণ (র.) মাজার জিয়ারত করার কথা রয়েছে।

প্রাক্তন ক্যাডেটদের সংগঠন ওকাস’র সভাপতি মো. শাহনুর আলম এ তথ্য নিশ্চিত করেন।

তিনদিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠান শুরু হয়েছে বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর)। চার বছর পর আয়োজিত অনুষ্ঠানে সিলেট ক্যাডেট কলেজের সাবেক শিক্ষার্থীদের স্মৃতিচারণায় মুখর সিলেট ক্যাডেট কলেজ। তিনদিনের এ উৎসবে স্মৃতিচারণ, নবীন ও সাবেক ক্যাডেটদের প্যারেডসহ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (মিডিয়া) রহমত উল্লাহ বাংলানিউজকে বলেন, রাষ্ট্রপতির আগমনকে কেন্দ্র করে মহানগর পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সে অনুযায়ী নিরাপত্তা পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ওএইচ/আরআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।