ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

রাকাব চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
রাকাব চেয়ারম্যানের মায়ের ইন্তেকাল

রাজশাহী: রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের (রাকাব) চেয়ারম্যান প্রফেসর ড. এম শাহ্ নওয়াজ আলির মা রঞ্জনা বেগম ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সকাল ৯টায় দিনাজপুরের পার্বতীপুর উপজেলার নিজ বাসভবনে তিনি মৃত্যুবরণ করেন।



মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৮ বছর। তিনি চার ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। দীর্ঘদিন থেকে রঞ্জনা বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় নিজ গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে বলে জানিয়েছেন রাকাব’র জনসংযোগ কর্মকর্তা আব্দুল্লাহ সালাহ উদ্দিন গাজী।

এদিকে, রাকাব চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছে ব্যাংক ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, রাকাব অফিসার্স অ্যাসোসিয়েশন, রাকাব অফিসার্স ফোরাম, বঙ্গবন্ধু পরিষদ, রাকাব কর্মচারী সংসদ (সিবিএ), রাকাব ডিজিএম ফোরাম, রাকাব এজিএম ফোরাম ও রাকাব মুক্তিযোদ্ধা প্রাতিষ্ঠানিক ইউনিট কমান্ড।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এসএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।