ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ভাষা সৈনিক আফজাল হোসেন ভূঁইয়ার দাফন সম্পন্ন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ভাষা সৈনিক আফজাল হোসেন ভূঁইয়ার দাফন সম্পন্ন মো. আফজাল হোসেন ভূঁইয়া

মুন্সীগঞ্জ: ভাষা সৈনিক ও শিক্ষক মো. আফজাল হোসেন ভূঁইয়ার দাফন সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) বাদ এশা নামাজে জানাজা শেষে রাত সাড়ে ৮টার দিকে দেওভোগ কবরস্থানে তাকে দাফন করা হয়।



এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে ভাষা সৈনিক আফজাল হোসেন ভূঁইয়া নিজ কর্মস্থল কিশালয় কিন্ডারগার্টেন স্কুলে সভা শেষে নিজ কক্ষে অবস্থানকালে হৃদরোগে আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েন। এ সময় তাকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২ বছর।

১৯৫০ সাল থেকে ভাষার পক্ষে হাতে লেখা পোস্টার, দেওয়াল লিখনের মধ্য দিয়ে আন্দোলনে অংশগ্রহণ করেন তিনি। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়, হরগঙ্গা কলেজ ও মুন্সীগঞ্জে বিভিন্ন প্রতিবাদ সভা ও মিছিলে নেতৃত্ব দিতেন।

পরবর্তীতে মুন্সীগঞ্জ ও হরগঙ্গা কলেজের ছাত্রদের ভাষা আন্দোলনের পক্ষে সার্বিক সহযোগিতা করার কারণে আফজাল হোসেন ভূঁইয়া ১৯৫৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রেফতার হয়ে একমাস ঢাকা কেন্দ্রীয় কারাগারে ছিলেন। ভাষা আন্দোলনে অবদানের জন্য ২০১০ সালে তিনি সংশোধনী পুরস্কার পান।

বাংলাদেশ সময়: ২১৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
এএটি/পিসি


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।