ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফতুল্লায় সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ফতুল্লায় সাংবাদিককে সপরিবারে হত্যার হুমকি

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের ফতুল্লায় সাংবাদিক রনি কুমার দাসকে সপরিবারে হত্যার হুমকি দেওয়া হয়েছে। তিনি নারায়ণগঞ্জ থেকে প্রকাশিত ‘দৈনিক ড্যান্ডিবার্তা’ পত্রিকার স্টাফ রিপোর্টার।



হত্যার হুমকি পাওয়ার পর রনি কুমার দাস বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় ফতুল্লা মডেল থানায় একটি জেনারেল ডায়েরি (জিডি) করেছেন।

তিনি বাংলানিউজকে জানান, সম্প্রতি ফতুল্লার অপরাধবিষয়ক সংবাদ প্রকাশ করায় বুধবার (২৩ ডিসেম্বর) রাত ৯টায় একটি অপরিচিত বাংলালিংক মোবাইল নম্বর থেকে তাকে ফোন করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। পরে তাকে সপরিবারে হত্যার হুমকি দিয়ে অপরপ্রান্ত থেকে ফোন কেটে দেওয়া হয়েছে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান খান বাংলানিউজকে জানান, জিডির সূত্র ধরে হুমকিদাতাকে চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।