ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৩২ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
গাজীপুরে শ্রমিকের মরদেহ উদ্ধার

গাজীপুর: গাজীপুরের কালিয়াকৈরে নিখোঁজের দুই দিন পর গাছের সঙ্গে হাত-পা বাঁধা ও পোড়া অবস্থায় ওয়ালটন কারখানার এক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকা থেকে ওই শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ওই ব্যক্তি হলেন, কালিয়াকৈর উপজেলার কান্দাপাড়া গ্রামের মো‍হাম্মদ আলীর ছেলে আব্দুল বাছেদ (৩৫)। তিনি ওয়ালটন কারখানায় শ্রমিক ছিলেন।

পুলিশ মরদেহটি উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোতালেব মিয়া বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে। পরে মরদেহ যাতে শনাক্ত করা না যায় সে জন্য কেরাসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এতে তার পুরো শরীর জ্বলসে গেলেও মুখ দেখে তার পরিবার মরদেহটি শনাক্ত করে।

বাংলাদেশ সময়: ২২৩০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০১৫
ওএইচ/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।