ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

তেজগাঁও চার্চ থেকে ২ সন্দেহভাজন আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪০২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
তেজগাঁও চার্চ থেকে ২ সন্দেহভাজন আটক

ঢাকা: রাজধানীর তেজগাঁও হলি রোজারিও চার্চে প্রবেশের সময় সন্দেহ হওয়ায় দু’জন দর্শনার্থীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৫ ডিসেম্বর) সকালে দু’জন দর্শনার্থীকে সন্দেহ হলে তাদের প্রথমে গির্জার গেটে দাঁড় করিয়ে রাখা হয়।

পরে তল্লাশি করে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি।

তারপরও গতিবিধি দেখে সন্দেহ থেকে যাওয়ায় তাদের থানায় নিয়ে যাওয়া হয়। তবে আত্মীয়-স্বজন ডেকে এনে পরিচয় নিশ্চিত হলে ছেড়ে দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

চার্চে দায়িত্বরত তেজগাঁও থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মোরশেদ জানান, পরিচয় নিশ্চিত হওয়ার জন্য পরিবারকে আসতে বলা হয়েছে। এরপর বলা যাবে আসলে তারা কেন চার্চে এসেছিলো।

আটকদের একজন হিন্দু ধর্মালম্বীর ও অন্যজন মুসলমান। তারা দু’জনই বন্ধু। একজন নিউমার্কেটের একটি দোকানে কাজ করেন, অপরজন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পড়ছেন।

বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।