ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বিপুল উৎসাহ উদ্দীপনায় সাভারে বড়দিন উদযাপন

সৈয়দ হাসিবুন নবী, স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৭ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
বিপুল উৎসাহ উদ্দীপনায় সাভারে বড়দিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাভার (ঢাকা): বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সাভারে উদযাপিত হচ্ছে শুভ বড়দিন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল থেকে সাভারের রাজাশন এলাকায় সেন্ট জোসেফ ধরেন্ডা ক্যাথলিক চার্চে আয়োজন করা হয়েছে দিনব্যাপী নানা উৎসব-অনুষ্ঠানের।

দিনের সূচনা ঘটে গির্জায় প্রার্থনার মধ্য দিয়ে। প্রার্থনা করান রেফা ফাদার কমল কোরাইয়া।

‘ঈশ্বর যেমন আমাদেরকে দয়া করেন, আমরাও যেন পরস্পরকে দয়া প্রদর্শন করি’- এই মহান ব্রত নিয়ে উদযাপিত হচ্ছে এবারের বড়দিন।

প্রার্থনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সংসদ সদস্য ডা. এনামুর রহমান। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন পেরিস কাউন্সিলের প্রাক্তন সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রভাত ডি রোজারিও, ফাদার কমল কুড়াইয়া, সাভার পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সেলিম মিয়াসহ আরও অনেকে।

এদিকে, যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে ধরেন্ড গির্জায় অতিরিক্ত পুলিশ ও ৠাব মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪১৭ ঘন্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।