ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টেকনাফে মানবপাচারকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
টেকনাফে মানবপাচারকারী আটক ছবি: প্রতীকী

কক্সবাজার: কক্সবাজার জেলার টেকনাফ থেকে স্বরাষ্টমন্ত্রণালয়ের তালিকাভুক্ত এক মানবপাচারকারীকে আটক করেছে পুলিশ।   শুক্রবার দুপুর দেড়টার দিকে টেকনাফের লেদার রোহিঙ্গা ক্যাম্প থেকে নুরু মাঝি নামের এ মানবপাচারকারীকে আটক করা হয়।



আটক নুরু মাঝি ওই এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

টেকনাফ থানার ওসি আতাউর রহমান খোন্দকার বাংলানিউজকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, নুরু মাঝি স্বরাষ্টমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মানবপাচাকারী।   সে বিভিন্ন জায়গায় ডাকাতির ঘটনার সঙ্গেও জড়িত।   তাকে আদালতে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
টিটি/আইএসএ/টিসি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।