মাগুরা: প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব সাইফুজ্জামান শিখরের বাবা ও মাগুরা থেকে ৪ বার নির্বাচিত সংসদ সদস্য মরহুম অ্যাডভোকেট আসাদুজ্জামানের ২২তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
মরহুম আসাদুজ্জামান ছিলেন সংসদের বিরোধী দলীয় পার্লামেন্টারি বোর্ডের সচিব, জেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক।
দিবসটি উপলক্ষে মাগুরায় শোকর্যালি ও দেয়া মাহফিলের আয়োজন করেছে আসাদুজ্জামান মেমোরিয়াল একাডেমি।
শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে সংগঠনের পক্ষ থেকে শহরের ভায়নার মোড় থেকে শোক র্যালি বের হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ভায়নার মোড় পৌর গোরস্থানে গিয়ে শেষে হয়।
সেখানে দোয়া মাহফিল ও কবর জিয়ারত করেন সংগঠনের সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন আসাদুজ্জামান মেমোরিয়াল একাডেমির সভাপতি অ্যাডভোকেট রবিউল ইসলাম রিংকু, ছাত্রলীগের যুগ্ম সম্পাদক সোহরাব হোসেন সবুজ, এনামুল কবীর জুয়েল, জেলা সমবায় লীগের সহ সভাপতি আবু জাফর জোয়ারদার, মো. আতিউর রহমান ও তৈয়বুর রহমান তৈয়ব প্রমুখ।
অ্যাডভোকেট আছাদুজ্জামান ১৯৯৩ সালের ২৫ ডিসেম্বর ইন্তেকাল করেন।
বাংলাদেশ সময়: ১৫৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পিসি/