ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

নভোএয়ার’র বড়দিন উদযাপন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৮ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
নভোএয়ার’র বড়দিন উদযাপন ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: দেশের শীর্ষ স্থানীয় প্রিমিয়াম এয়ারলাইন নভোএয়ার প্রতি বছরের মতো এবারও যাত্রীদের সঙ্গে বড়দিনের আনন্দ উদযাপন করছে।

দিবসটি উদযাপন উপলক্ষে যাত্রীদের বিনোদনের জন্য ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সান্তা ক্লস শিশুদের মধ্যে চকলেট বিতরণ করছে।

এতে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের মধ্যে বেশ আনন্দ লক্ষ্য করা গেছে।

এছাড়াও যাত্রীদেরকে ভ্রমণকালীন অবস্থায় বিশেষ খাবার পরিবেশন করা হয়েছে।

নভোএয়ার ২০১৩ সাল থেকে অভ্যন্তরীণ রুটে যাত্রী সেবার মান ধরে রেখেছে এবং ২০১৬ সাল থেকে বাংলাদেশের প্রতিটি রুটে ফ্লাইট পরিচালনার জন্য প্রস্তুত রয়েছে।

এরইমধ্যে নভোএয়ার ইয়াঙ্গুনে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা শুরু করেছে। অন্যান্য রুটেও শিগগিরই ফ্লাইট পরিচালনা শুরু করবে।

বাংলাদেশ সময়: ১৭৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।