ঢাকা, সোমবার, ৫ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় ৮ মণ গাঁজা উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:৫৪, ডিসেম্বর ২৫, ২০১৫
ব্রাহ্মণবাড়িয়ায় ৮ মণ গাঁজা উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ঘাটুরা এলাকা থেকে আট মণ  গাঁজাসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি ১২) সদস্যরা। এসময় একটি পিকআপভ্যানও আটক করা হয়।



শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়ক থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- পিকআপের চালক আব্দুস সামাদ (২৪) ও চালকের সহযোগী শাহ আলম (২৮)।

অবকাশ ট্রানজিট ক্যাম্পের সুবেদার আলী আরশাদ বাংলানিউজকে জানান, ব্রাহ্মণবাড়িয়া শহরের মেড্ডা বাসস্ট্যান্ড এলাকায় পিকআপভ্যানে গাঁজা নিয়ে সিলেটের উদ্দেশ্য রওয়ানা হয়। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পিকআপভ্যানটি আটক করা হয়। পরে গাঁজা উদ্ধার করা হয়। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।