ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

জশনে জুলুস উপলক্ষে না’গঞ্জে শোভাযাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:০২, ডিসেম্বর ২৫, ২০১৫
জশনে জুলুস উপলক্ষে না’গঞ্জে শোভাযাত্রা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নারায়ণগঞ্জ: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (স.) উপলক্ষে নারায়ণগঞ্জে জশনে জুলুসের শোভাযাত্রা বের করা হয়।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সকাল ১১টায় শহরের মণ্ডলপাড়া আবেদীয়া জামে মসজিদের সামনে থেকে বাহাদুর শাহ’র নেতৃত্বে শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।



শোভাযাত্রা উপলক্ষে সকাল থেকেই শহরের বিভিন্ন এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে হাজারো ধর্মপ্রাণ মুসলিম হাজির হন শহরের মন্ডলপাড়ায়।

শোভাযাত্রা শেষ করে বাহাদুর শাহ বলেন, আজকের দিনটি মুসলমানদের কাছে ব্যাপক তাৎপর্যময়। এ নবীর কারণেই বিশ্ববাসী মুক্তি লাভ করেছে। নবীই আমাদের মুক্তির দিশারী।  

বাংলাদেশ সময়: ২০০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।