ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহে আবাসিক হোটেলে ব্যবসায়ীর মৃতদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
ঝিনাইদহে আবাসিক হোটেলে ব্যবসায়ীর মৃতদেহ ছবি: প্রতীকী

ঝিনাইদহ: ঝিনাইদহ শহরের নয়ন আবাসিক হোটেল থেকে মজনু মিয়া (৫০) নামে এক ব্যবসায়ীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

তিনি পাবনা জেলার এআর সিমেন্ট ফ্যাক্টরির পেছনে বসবাস করতেন।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার(২৪ ডিসেম্বর) রাত ১১টা থেকে হোটেলের ৩য় তলায় একটি রুমে অবস্থান করছিলেন ব্যবসায়ী মজনু মিয়া। এরপর শুক্রবার সারাদিন তার কোনো সাড়া না পেয়ে হোটেল কর্তৃপক্ষ পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠায়।

ঝিনইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) হাসান হাফিজুর রহমান বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পিসি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।