ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
মানিকগঞ্জে কাভার্ডভ্যান চাপায় যুবক নিহত

মানিকগঞ্জ: মানিকগঞ্জের শিবালয় উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় রেজাউল ইসলাম (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলার মহাদেবপুর ইউনিয়নের বরংগাইলে রুমি সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।



আফতাব উদ্দিন নামে এক গামের্ন্টস ব্যবসায়ীর ব্যক্তিগত সহকারী ছিলেন রেজাউল। তার বাড়ির ঠিকানা জানা যায়নি।

বরংগাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (আইসি) আকরামুজ্জামান বাংলানিউজকে জানান, রেজাউল সন্ধ্যায় ওই স্টেশনের মালিক আব্দুর রহিম খানের সঙ্গে দেখা করতে আসেন। এ সময় তেল নিতে পাম্পে আসা ঢাকাগামী একটি কাভার্ডভ্যান তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পরপরই কাভার্ডভ্যানের চালককে আটক করেছে পুলিশ।

মৃতদেহ উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২২০৩ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
এএটি/আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।