ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচনের ফল প্রকাশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
টাঙ্গাইল প্রেসক্লাব নির্বাচনের ফল প্রকাশ

টাঙ্গাইল: টাঙ্গাইল প্রেসক্লাবের নির্বাচনে দৈনিক মজলুমের কণ্ঠ’র সম্পাদক জাফর আহমেদ সভাপতি ও আরটিভির স্টাফ রিপোর্টার কাজী জাকেরুল মওলা সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।

শুক্রবার(২৫ ডিসেম্বর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের কার্যনির্বাহী পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

দ্বিতীয় অধিবেশনে নির্বাচনে ভোটগ্রহণ চলে বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত। ক্লাবের ৪৩ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

নির্বাচনে সভাপতি পদে ২৩ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন জাফর আহমেদ, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট ছাত্তার উকিল ২৪ ভোট পেয়ে ও শামসাদুল আখতার শামীম ২৩ ভোট পেয়ে নির্বাচিত হন। যুগ্ম সম্পাদক পদে হাবিব খান ২৭ ভোট ও মহিউদ্দিন সুমন ২৪ ভোট পেয়ে নির্বাচিত হন।

এদিকে, ১০টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সম্পাদক কাজী জাকেরুল মওলা, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সাহাব উদ্দিন মানিক, ক্রীড়া সম্পাদক মো. আফজাল হোসেন, দপ্তর সম্পাদক আরিফুর রহমান টগর।

কার্যনির্বাহী সদস্যরা হলেন, এহসানুল হক শাহীন, কাজী তাজউদ্দিন রিপন, খন্দকার মাসুদুল আলম, মোস্তফা কামাল নান্নু ও রেজওয়ান আহমেদ শরীফ।

বাংলাদেশ সময়: ২২১২ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
পিসি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।