ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জামালপুরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
জামালপুরে সিএনজি-পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ১

জামালপুর: জামালপুরে সিএনজিচালিত অটোরিকশা ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি (২৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে আরও ৪ জন।



শুক্রবার (২৫ ডিসেম্বর) রাত ১১টার দিকে জামালপুর- দেওয়ানগঞ্জ মহাসড়কের ঝিনাই সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বাংলানিউজকে জানান, তাৎক্ষণিকভাবে হতাহত ব্যক্তিদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে নিহত ব্যক্তি সিএনজি’র যাত্রী বলে জানান গেছে। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে পাঠিয়েছে।

বাংলাদেশ সময়: ০১২১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।