ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে ধর্ষিতা স্কুলছাত্রীর আত্মহনন মামলার প্রধান আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
না’গঞ্জে ধর্ষিতা স্কুলছাত্রীর আত্মহনন মামলার প্রধান আসামি গ্রেফতার

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে ধর্ষিতা স্কুলছাত্রী মানছুরার আত্মহনন মামলার প্রধান আসামি হাবিবুর রহমানকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৫ ডিসেম্বর) রাতে বন্দর উপজেলার কুড়িপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাবিবুর রহমান বন্দর উপজেলার কামতাল এলাকার মো. মোতালেব এলায়েজ বাক্কু’র ছেলে।

মামলা তদন্তকারী কর্মকর্তা এসআই ওমর ফারুক বাংলানিউজকে জানান, লোকলজ্জার ভয়ে গত ১১ ডিসেম্বর আত্মহত্যা করে স্কুলছাত্রী মানছুরা। এ ঘটনায় হাবিবুর রহমানকে প্রাধান আসামি করে বন্দর থানায় একটি মামলা দায়ের করা হয়। পরে ২৩ ডিসেম্বর পুলিশের হাতে আসা মানছুরার ময়নাতদন্ত রিপোর্টে ধর্ষণের আলামত পাওয়া যায়। এরপর আজ (শুক্রবার) রাত ৮টায় কুড়িপাড়া এলাকা থেকে হাবিবুরকে গ্রেফতার করা হয়।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারের পরপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়। শনিবার (২৬ ডিসেম্বর) ১০ দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হবে। অন্য আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ০৪০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৫, ২০১৫
আরএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।