রাজশাহী: রাজশাহী ক্যাডেট কলেজে গ্যাস বেলুন ফোলানোর সময় সিলিন্ডার বিস্ফোরণে ৪ জন গুরুতর আহত হয়েছেন। বিস্ফোরিত সিলিন্ডারের আগুনে তাদের শরীরের বিভিন্ন অংশ দগ্ধ হয়েছে।
শনিবার (২৬ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।
অগ্নিদগ্ধরা হলেন, ক্যাডেট কলেজের হেড প্ল্যাম্বার ওয়াহেদুজ্জামান (৩০) ও সহকারী মিশন মঞ্জুর রহমান (২৮)। দগ্ধ অন্য দুজন হলেন, রাজশাহী মহানগরীর শিরোইল কলোনি এলাকার হোসেন আলীর ছেলে রুবেল (৪৫) ও ছোটবনগ্রাম এলাকার মকবুলের ছেলে সেলিম (৪০)।
আহতদের রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে।
রাজশাহীর চারঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মণ জানান, ২৮ ডিসেম্বর ক্যাডেট কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হওয়ার কথা। তারই প্রস্তুতি চলছিলো।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে সিলিন্ডার থেকে গ্যাস বেলুনে গ্যাস ভরার সময় এ দুর্ঘটনা ঘটে বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ১১০৫ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস/এমজেএফ/