ঢাকা, শুক্রবার, ১৭ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

জাতীয়

‘বিএনপি জঙ্গি লালন করেছে, আমরা নিয়ন্ত্রণ করছি’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩১৮ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
‘বিএনপি জঙ্গি লালন করেছে, আমরা নিয়ন্ত্রণ করছি’ ছবি: জি এম মুজিবুর/ বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: পৃথিবীর অন্যান্য দেশের চেয়ে বাংলাদেশ আশঙ্কামুক্ত বলে মনে করেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
 
শনিবার (২৬ ডিসেম্বর) সকালে ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) বার্ষিক সাধারণ সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা বলেন তিনি।


 
শুক্রবার রাজশাহীর বাগমারায় আত্মঘাতী হামলার ঘটনায় দেশের মানুষের শঙ্কার কোনো কারণ নেই দাবি করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিটি হত্যা, দুর্ঘটনাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। এ ধরনের ঘটনা পৃথিবীর সব দেশেই হয়। তবে এতে বাংলাদেশের মানুষের শঙ্কার কোনো কারণ নেই।

রাজশাহীর ঘটনা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, এটি আত্মঘাতী কি-না, নিশ্চিত নয়। হামলাকারী দু’জন মসজিদের নামাজের জন্য প্রবেশ করে। তাদের মধ্যে একজনের শরীরে বিস্ফোরক ছিল। টানা-হেঁচড়ায় সে বোমাই বিস্ফোরিত হয়েছে বলে মনে হয়। তদন্তের পর বলা যাবে, এটি আত্মঘাতী হামলা ছিল কি-না। যারাই ঘটিয়েছে, সঠিক ব্যক্তিকে চিহ্নিত করে আপনাদের জানানো হবে।

সম্প্রতি বাংলাদেশের জঙ্গিবাদের উত্থান প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খাঁন বলেন, জেএমবিকে তখনকার সরকার (চারদলীয় জোট) উৎসাহ ও লালন পালন করেছে। আমরা তাদের নিয়ন্ত্রণ করছি। মিরপুরে বিপুল পরিমাণ বিস্ফোরকসহ জেএমবি সদস্য গ্রেফতার, ইমামবাড়ার ঘটনায় গ্রেফতার, পুলিশ হত্যাকারীদের গ্রেফতার করেছি।

সাম্প্রতিক হামলাগুলোর এসব ঘটনা একই সূত্রে গাঁথা উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এসব ঘটনায় শুধু দেশীয় নয়, আন্তর্জাতিক সহায়তা রয়েছে। ’

সাংবাদিকদের প্রতি পুলিশের অসহযোগী মনোভাব ও অশালীন মন্তব্য প্রসঙ্গে তিনি বলেন, প্রশাসনের মধ্যে দুই-চারজন খারাপ লোক আছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। তারপরও কিছু এমন থাকলে আমাদের জানাবেন, সরষের মধ্যে ভুত থাকলে তা দূর করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ক্র্যাবের সভাপতি ইশারফ হোসেন ঈসা।

বাংলাদেশ সময়: ১৩১৯ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
টিএইচ/এএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।