ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
গাজীপুরে যুবকের লাশ উদ্ধার

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর সুরাবাড়ি এলাকা থেকে এক যুবকের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২৬ ডিসেম্বর) সকালে সিটি করপোরেশনের সুরাবাড়ির বাঁশবাগান থেকে লাশটি উদ্ধার করা হয়েছে।

নিহতের পরিচয় পাওয়া যায়নি। বয়স আনুমানিক ৩৭ বছর। তার পরনে চকলেট কালারের ফুল প্যান্ট এবং ট্রাউজার রয়েছে।

জয়দেবপুর থানার চক্রবর্তী পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) মো. মামুন জানান, সকালে ওই এলাকায় বাঁশবাগানের পাশে ওই যুবকের লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

বাংলাদেশ সময়: ১৩৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
আরআই


বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।