ঢাকা, সোমবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৯ মে ২০২৫, ২১ জিলকদ ১৪৪৬

জাতীয়

স্থায়ী সদস্য খালেকের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬:৫৭, ডিসেম্বর ২৬, ২০১৫
স্থায়ী সদস্য খালেকের মৃত্যুতে জাতীয় প্রেস ক্লাবের শোক আবদুল খালেক

ঢাকা: সংগঠনের স্থায়ী সদস্য, দৈনিক জনকণ্ঠের সাবেক নগর সম্পাদক ও চিফ রিপোর্টার আবদুল খালেকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে জাতীয় প্রেস ক্লাব কর্তৃপক্ষ।

শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনের সভাপতি মুহম্মদ শফিকুর রহমান ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম চৌধুরী ব্যবস্থাপনা কমিটির পক্ষে এ শোকবাণী জানান।



একই সঙ্গে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যের প্রতি সমবেদনা জানানো হয় বিজ্ঞপ্তিতে।

এর আগে বিকেল ৩টায় সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আবদুল খালেক। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।

আবদুল খালেক ১৯৪৭ সালে ৭ এপ্রিল কুমিল্লা জেলায় জন্মগ্রহণ করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এম.এ পাশ করে ১৯৬৮ সালের সেপ্টেম্বর মাসে দৈনিক আজাদ পত্রিকায় কাজ করার মধ্য দিয়ে সাংবাদিকতা শুরু করেন। তিনি দৈনিক বাংলা, দৈনিক জনকণ্ঠে দীর্ঘদিন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বাংলাদেশ সময়: ১৬৫৭ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।