ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লালবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
লালবাগে সাংস্কৃতিক অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর পুরান ঢাকার লালাবাগে বিজয় দিবস উপলক্ষে ‘কাশ্মেরীটোলা ভাট মসজিদ ‍যুব সংঘ’র আয়োজনে পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান, গুণীজন সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় লালবাগের ভাট মসজিদ এলাকায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।



তানভীর হোসেন কালুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুস সাত্তার মাসুদ।

অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন লালবাগ থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ২৫ নং ওয়ার্ডের কাউন্সিলর হাজী মো. দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হাসিবুর রহমান মানিক, ঢাকা মহানগর আওয়ামী লীগের উপ-প্রচার প্রকাশনা সম্পাদক সুজাউদ্দিন আহমেদ হারুন এবং লালবাগ থানা মুক্তিযোদ্ধা লীগের সভাপতি আলমগীর হোসেন।

আলোচনা সভার পর গুণীজন সংবর্ধনা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় সংগঠনের নেতা-কর্মীরা ছাড়াও অনুষ্ঠানে এলাকাবাসী উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
এসএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।