ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫
শাহজালাল বিমানবন্দরে ৪ কেজি স্বর্ণসহ যাত্রী আটক ছবি: প্রতীকী

ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চার কেজি স্বর্ণসহ মো. রাসেল (২৫) নামে এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।

শনিবার (২৬ ডিসেম্বর) রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দর এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক রাসেলের গ্রামের বাড়ি কুমিল্লা।

ঢাকা কাস্টমসের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বাংলানিউজকে বিষয়টি জানান।

তিনি জানান, রাত সাড়ে ৯টার দিকে মালয়েশিয়ান এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (নম্বর-এমএইচ১৯৬) ঢাকায় আসেন রাসেল। পরে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে প্রায় ২ কোটি টাকা মূল্যের চার কেজি স্বর্ণ জব্দ করা হয়।

উদ্ধার ছয়টি স্বর্ণের বার কালো স্কসটেপ দিয়ে মোড়ানো ছিলো। বারগুলো ছিলো হাতে বহন করা ব্যাগে। রাসেল আগে থেকেই পুলিশের নজরে ছিলো বলেও জানান তিনি।

এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান শহীদুজ্জামান সরকার।

বাংলাদেশ সময়: ২২০৬ ঘণ্টা, ডিসেম্বর ২৬, ২০১৫/আপডেট: ০০০৩ ঘণ্টা
এসজেএ/ইউএম/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।