ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
লক্ষ্মীপুরে ট্রাকচাপায় অটোরিকশা চালক নিহত

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুর সদর উপজেলার মজুচৌধুরীর হাট এলাকায় ট্রাকচাপায় নুরুল ইসলাম নুরু (৪০) নামে এক সিএনজিচালিত অটোরিকশা চালক নিহত হয়েছেন। এ ঘটনায় বেলাল নামে এক যুবক আহত হয়েছেন।



শনিবার দিবাগত ১১টার দিকে লক্ষ্মীপুর-মজুচৌধুরীর হাট সড়কের দরবার শরিফ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুরুল ইসলাম লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা রুহুল আমিনের ছেলে।

আহত যুবক বেলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে।

কমলনগর উপজেলার চর মার্টিন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডা. আলী আহাম্মদ ও ১ নম্বর ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ছুফি বাংলানিউজকে জানান, রাতে মজুচৌধুরীর হাট এলাকায় একটি দ্রুতগামী ট্রাক সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দিলে চালক নুরুল ইসলাম ও তার শ্যালক বেলাল গুরুতর আহত হয়।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নেওয়ার পথে নুরুল ইসলামের মৃত্যু হয়। আহত বেলালকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১০৩৩ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।