ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে জিপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সৈয়দপুরে জিপচাপায় মোটরসাইকেল আরোহী নিহত ছবি: প্রতীকী

সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যানের জিপের চাপায় শওকত আলী (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রোববার (২৭ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার চম্পাতলী এলাকায় সৈয়দপুর-দিনাজপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।



নিহত শওকত পার্শ্ববর্তী জেলা দিনাজপুরের গায়েনুর এলাকার মৃত আব্দুল লতিফের ছেলে।

স্থানীয়রা জানান, সকালে সৈয়দপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান জাওয়াদুল হক সরকার জিপে (নম্বর: নীলফামারী-ব-১১-০০২৬) করে সৈয়দপুর থেকে দিনাজপুর যাচ্ছিলেন। গাড়িটি পথে চম্পাতলী এলাকায় পৌঁছুলে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শওকতের মৃত্যু হয়।

চম্পাতলী পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) কাজল কুমার নন্দী জানান,  খবর পেয়ে ঘাতক জিপটি আটক করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।