খুলনা: মংলার মালগাজী থেকে অপহৃত শিশু মীমকে (৬) অপহরণের তিনদিন পর উদ্ধার করেছে র্যাব-৬।
শনিবার (২৬ ডিসেম্বর) সন্ধ্যায় নারায়ণগঞ্জের সানার পাড় থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়।
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে খুলনা র্যাব-৬ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি জানানো হয়।
আটকরা হলেন মনির হোসেন (২৮) ও সাইফুল ইসলাম (৩৮)।
লিখিত বক্তব্যে র্যাব-৬ এর অধিনায়ক খন্দকার রফিকুল ইসলাম বলেন, গত ২৩ ডিসেম্বর মংলার মালগাজী থেকে শিশু মীমকে মুক্তিপণের দাবিতে অপহরণ করে অপহরণকারীরা। পরে মীম এর নানী মোমেনা বেগম মংলা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন ও র্যাব-৬কে বিষয়টি জানান।
পরে লে. কমান্ডার এম. মাহফুজুল ইসলাম এর নেতৃত্বে র্যাবের একটি দল নারায়ণগঞ্জে উদ্ধার কার্যক্রম চালাতে থাকে। একপর্যায়ে সানার পাড় থেকে শিশু মীমকে উদ্ধার করা হয়। এসময় আটক হয় ওই দুই অপহরণকারী।
তিনি আরও জানান, অপহৃত শিশু মীমকে তার বাবা-মায়ের কাছে ফিরিয়ে দেওয়া হচ্ছে ও অপহরণকারীদের মংলা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
বাংলাদেশ সময়: ১৩৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এমআরএম/আরএইচএস/এসএস