ঢাকা: প্রায় দুই মাস ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন রাজধানীর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে হামলায় গুরুতর আহত কবি তারেক রহিম।
রোববার (২৭ ডিসেম্বর) বেলা সাড়ে ৩টার দিকে তিনি ঢামেক ত্যাগ করেন।
গত ৩১ অক্টোবর লালমাটিয়ায় শুদ্ধস্বর প্রকাশনীর কার্যালয়ে কবি তারেক রহিম, শুদ্ধস্বর প্রকাশনীর প্রকাশক, ব্লগার ও লেখক আহমেদুর রশীদ চৌধুরী টুটুল এবং লেখক-গবেষক রণদীপম বসুর ওপর হামলা চালায় চারজন যুবক। তারা এ তিনজনকে এলোপাতাড়ি কোপানোর পর গুলি করে। এতে তিনজনই গুরুতর আহত হন।
একই দিন বিকেলে রাজধানীর আজিজ সুপার মার্কেটের তৃতীয় তলায় নিজ কার্যালয়ে প্রকাশন ফয়সল আরেফিন দীপনকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
এদের মধ্যে কবি তারেক রহিমের অবস্থা গুরুতর থাকায় গত ১ নভেম্বর নয় সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে দীর্ঘ ৫৭ দিন ঢামেক হাসপাতালে চিকিৎসা শেষে রোববার বাসায় ফিরলেন তিনি।
বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এজেডএস/আরএইচএস/টিআই