ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বরিশালে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
বরিশালে ছাত্রলীগের সংঘর্ষের ঘটনায় মামলা

বরিশাল: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষের ঘটনায় পৃথক দু’টি মামলা করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) বরিশাল কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) আশুতোষ সরকার বাদী হয়ে এ দুটি মামলা করেন।



এসআই আশুতোষ সরকার জানান, যানবাহন ভাঙচুরের ঘটনায় একটি ও দেশীয় অস্ত্র প্রদর্শনের জন্য অপর মামলাটি করা হয়েছে।

এদিকে, সংঘর্ষের পরে আটক ১৪ জনকে ওই দুই মামলায় নামধারী আসামি করা হয়েছে। এছাড়া যানবাহনে ভাঙচুরের মামলায় আরো ১০/১৫ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করা হয়েছে।

মামলার নামধারী আসামিরা হলেন, সাদ্দাম আকন (২০), রাকিব (১৯), আল আমিন (১৯), অনিক (১৮), সোলায়মান (১৮), হাসান (১৮), আলিফ খান (১৮), শুভ (১৮),  রোমান (১৭), সালমান রহমান (১৬), রজওয়ান পারভেজ (১৬), কামলরুল হাসান (১৫) ও আবিদ ইসলাম (১৫)।
 
বাংলাদেশ সময়: ১৬০১ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
এএটি/এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।