ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

প্রাথমিকে কর্মচারীদের অস্টম স্কেলে বেতনের দাবি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৬ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
প্রাথমিকে কর্মচারীদের অস্টম স্কেলে বেতনের দাবি ছবি: রানা- বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: প্রাথমিক বিদ্যালয়ের দফতরি-কাম-প্রহরী পদকে জাতীয়করণ ও অষ্টম জাতীয় পে-স্কেলে বেতনের দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় দফতরি-কাম-প্রহরী কল্যাণ সমিতি।
 
রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের ছোট হল রুমে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।


 
সংবাদ সম্মেলনে সমিতির সিনিয়র সহ-সভাপতি মো. নাসির উদ্দিন মোল্লা বলেন, ২০১২-১৩ অর্থ বছরে দফতরি-কাম-প্রহরীদের বেতন ৭ হাজার ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এই অল্প বেতনে পরিবার ও সন্তানদের ভরণ-পোষণ করা খুবই কঠিন। তাই দফতরি-কাম-প্রহরী পদকে জাতীয়করণ ও অষ্টম জাতীয় পে-স্কেলে বেতন প্রদানের দাবি জানাচ্ছি।

এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি সাধন কান্ত বাড়ই, সাধারণ সম্পাদক মো. বাবর হোসেন, সংগঠনিক সম্পাদক মো. মোহন মিয়া প্রমুখ।  

বাংলাদেশ সময়: ১৬১৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
একে/আরএইচএস/টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।