ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরা চেম্বার অব কমার্স পরিচালক আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৯ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
সাতক্ষীরা চেম্বার অব কমার্স পরিচালক আটক ছবি: প্রতীকী

সাতক্ষীরা: সাতক্ষীরা চেম্বার অব কমার্স পরিচালক শেখ কামরুজ্জামান মুকুলকে আটক করেছে পুলিশ।

রোববার (২৭ ডিসেম্বর) রাতে সাতক্ষীরা শহরের বড় বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।

চেম্বার অব কমার্স পরিচালক হওয়ার পাশাপাশি আটক শেখ কামরুজ্জামান মুকুল বড় বাজার মুদি ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদকও।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদ হোসেন বাংলানিউজকে জানান, তাকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তথ্য মিললে গ্রেফতার দেখানো হবে, আর না মিললে ছেড়ে দেওয়া হবে।

তবে কোন বিষয়ে শেখ কামরুজ্জামান মুকুলকে জিজ্ঞাসাবাদ করা হবে, সে ব্যাপারে কিছু জানাননি পুলিশের এই কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ২৩২৫ ঘণ্টা, ডিসেম্বর ২৭, ২০১৫
আরএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।