ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় দেয়াল ধসে আহত নারীর ঢামেকে মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১:৫৯, ডিসেম্বর ২৮, ২০১৫
আশুলিয়ায় দেয়াল ধসে আহত নারীর ঢামেকে মৃত্যু ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

আশুলিয়া (ঢাকা): আশুলিয়ায় একটি পোশাক কারখানার ব্রয়লার বিস্ফোরণে তিনতলা ভবনের দেয়াল ধসের ঘটনায় আহত রাবেয়া বেগমের (৩৮) ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) দীপক চন্দ্র সাহা তার মৃত্যুর বিষয়টি বাংলানিউজকে জানান।



মৃত রাবেয়া স্বামী ও শিশু সন্তানসহ আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আমজাদ মুন্সীর বাড়িতে ভাড়া থাকতেন।

গত ১৯ ডিসেম্বর আশুলিয়ার পল্লীবিদ্যুৎ এলাকার আর এন নামে পোশাক কারখানার ব্রয়লার বিস্ফোরণ হয়। এতে ভবনের একটি দেয়াল পাশের একটি টিনশেড বাসার ওপর ধসে পড়ে রাবেয়া বেগম ও শিশুসহ দশজন আহত হয়।

গুরুতর আহত অবস্থায় রাবেয়াকে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢামেকে পাঠানো হয়। নয়দিন চিকিৎসা শেষে রোববার (২৭ ডিসেম্বর) দিনগত রাতে তিনি মারা যান।

এদিকে, ভবনের দেয়াল ধসের ঘটনায় ওইদিনই দুই জনকে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ।

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
টিআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।