ঢাকা, রবিবার, ৪ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

ঝিনাইদেহ মাথায় টায়ার পড়ে বাসের সুপারভাইজার নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২:৪৬, ডিসেম্বর ২৮, ২০১৫
ঝিনাইদেহ মাথায় টায়ার পড়ে বাসের সুপারভাইজার নিহত

ঝিনাইদহ: ঝিনাইদহে মাথায় টায়ার পড়ে আহত বাহারুল ইসলাম (৩৭) নামে বাসের এক সুপারভাইজার নিহত হয়েছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) সকালে তিনি মারা যান।



বাহারুল ইসলাম জেলার শৈলকুপা থানার খামার পাড়ার পান্না মিয়ার ছেলে।

ঝিনাইদহ বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি উজ্জ্বল বিশ্বাস বাংলানিজউকে জানান, রোববার (২৭ ডিসেম্বর) দুপুরে ঝিনাইদহ শহরে একটি টায়ার বাসের ছাদে তুলছিলেন বাহারুল। এসময় টায়ারটি তার মাথার ওপর পড়লে তিনি গুরুতর আহত হন। এ অবস্থায় সহকর্মীরা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে।

অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য সোমবার সকালে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

বাংলাদেশ সময়: ১২৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআই





বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।