ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

বগুড়ায় যুব জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
বগুড়ায় যুব জনগোষ্ঠীর প্রজনন স্বাস্থ্য বিষয়ক সভা ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

বগুড়া: বগুড়ায় লাইট হাউসের উদ্যোগে ‘ঝুঁকিপূর্ণ যুব জনগোষ্ঠীকে প্রজনন স্বাস্থ্য সেবা প্রদানে চ্যালেঞ্জ’ প্রতিপাদ্য নিয়ে স্থানীয় পর্যায়ে সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত শহরের জহুরুল নগরে সংস্থার প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে এ সভার আয়োজন করা হয়।



লাইট হাউসের আরসিসি প্রজেক্টের টিম লিডার সালাহ উদ্দীনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডেপুটি সিভিল সার্জেন্ট ডা. এটি এম নুরুজ্জামান।

সভায় প্রজেক্টের বিভাগীয় কর্মকর্তা শিহাব উদ্দিন চৌধুরী ছাড়াও সাংবাদিক, আইনজীবী, অভিভাবক, ইমাম, হিন্দু কল্যাণ সমিতির সদস্য, ক্লাব সংগঠক ও স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এমবিএইচ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।