ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

জাতীয় সংসদ ঘুরে দেখলেন টিউলিপ

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৪ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
জাতীয় সংসদ ঘুরে দেখলেন টিউলিপ ছবি: সংগৃহীত

ঢাকা: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নাতনি ব্রিটিশ সংসদের সদস্য টিউলিপ সিদ্দিক বাংলাদেশ জাতীয় সংসদ পরিদর্শন করেছেন।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে টিউলিপ সিদ্দিক সংসদ ভবনের বিভিন্ন স্থান ঘুরে ঘুরে দেখেন।



এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেন টিউলিপ। এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি স্পিকার মো. ফজলে রাব্বী মিয়া ও চিফ হুইপ আ স ম ফিরোজ।

সাক্ষাতের সময় টিউলিপ সিদ্দিককে যুক্তরাজ্যের এমপি নির্বাচিত হওয়ায় অভিনন্দন জানান স্পিকার।

ভবিষ্যতে বাংলাদেশের সঙ্গে যুক্তরাজ্যের সম্পর্ক আরও জোরদার হবে বলে স্পিকারকে জানান টিউলিপ সিদ্দিক।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।