ঢাকা, রবিবার, ৩ জ্যৈষ্ঠ ১৪৩২, ১৮ মে ২০২৫, ২০ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮:১১, ডিসেম্বর ২৮, ২০১৫
রাজশাহীতে ট্রেনে কাটা পড়ে স্কুলছাত্রীর মৃত্যু

রাজশাহী: রাজশাহী মহানগরীতে ট্রেনে কাটা পড়ে শাকিলা (১৫) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) বিকেলে রাজশাহী বিশ্ববিদ্যালয় রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

নিহত শাকিলা মহানগরীর মতিহারের পশ্চিম বুধপাড়া এলাকার শহিদুল ইসলামের মেয়ে। এছাড়া তিনি ওই এলাকার শহীদ জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

পশ্চিম বুধপাড়া এলাকার জয়নাল শেখ জানান, শাকিলা মৃগী রোগে ভুগছিলেন। এ অসুখের কারণে এর আগেও কয়েকবার বিভিন্ন ধরনের দুর্ঘটনায় পড়েন। সোমবার বিকেলে রাজশাহী থেকে সান্তাহার অভিমুখে ছেড়ে যাওয়া বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়েন তিনি। পরে স্থানীয় লোকজন জানতে পেরে তার পরিবারকে খবর দেন।

রাজশাহী জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর হোসেন বাংলানিউজকে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আনা হচ্ছে। পরে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হবে বলে জানান ওসি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসএস/আইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।