ঢাকা, সোমবার, ২২ পৌষ ১৪৩১, ০৬ জানুয়ারি ২০২৫, ০৫ রজব ১৪৪৬

জাতীয়

রাবিতে চোর সন্দেহে দুই ব্যক্তি আটক

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
রাবিতে চোর সন্দেহে দুই ব্যক্তি আটক ছবি : প্রতীকী

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বাইসাইকেল চোর সন্দেহে মারধর করে দুই ব্যক্তিকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

সোমবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের রবীন্দ্র কলাভবনের সামনে এ ঘটনা ঘটে।



আটকরা হলেন, বিশ্ববিদ্যালয়ের পাশ্ববর্তী তালাইমারি এলাকার শাহীন ওরফে রাজু (৩৫) ও টিকাপাড়া এলাকার ইনসান (৩৭)।

রবীন্দ্র ভবনের প্রহরী নজরুল ইসলাম জানান, সকাল থেকে ওই দুইজনকে সাইকেল রাখার স্থানে ঘোরাফেরা করতে দেখা যায়। একপর্যায়ে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন শিক্ষার্থীরা। পরে তাদের মারধর করে পুলিশে সোপর্দ করা হয়।

জানতে চাইলে মতিহার থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম বাংলানিউজকে বলেন, আটকদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ২১১২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
এসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।