ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
গাজীপুরে বাস-সিএনজি সংঘর্ষে নিহত ২, আহত ৪ ছবি : প্রতীকী

গাজীপুর: গাজীপুরে লক্ষ্মীপুরা এলাকায় বাস ও সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে অটোরিকশা চালকসহ দুজন নিহত হয়েছেন। এছাড়াও এ দুর্ঘটনায় ৪ জন আহত হন।



সোমবার (২৮ ডিসেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুরার বাংলাদেশ ধান গবেষণা ইন্সটিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন গাজীপুর সদর উপজেলার বাঙ্গালগাছ এলাকার মো. হোসেনের ছেলে অটোরিকশা চালক হাফিজুর রহমান (৪৫) ও জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার খড়মাপাড়া এলাকার গ্যাললা সরকারের ছেলে শহিদুল ইসলাম (৫০)।

আহতরা হলেন জয়দেবপুর থানার কনস্টেবল মো. আজহার, গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহ্লাদপুর এলাকার মো. শাহজাহানের স্ত্রী জোসনা বেগম (৩৭) এবং তার দুই ছেলে মিরাজ (১৬) ও মিনহাজ (১২)। আহতদের গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

জয়দেবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শামীম বাংলানিউজকে জানান, সোমবারের এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই অটোরিকশা চালক হাফিজুর রহমান ও হাসপাতাল নেওয়ার পর শহিদুল ইসলাম মারা যান।

ঘাতক বাসটিকে আটক করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ২১৫২ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০১৫
আরএইচএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।