দিনাজপুর: আসন্ন পৌরসভা নির্বাচনের প্রচারণা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দিনাজপুরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা। যেকোনো ধরনের অপ্রতিকর পরিস্থিতি মোকাবেলা করলে পুলিশ-র্যাবের পাশাপাশি তিন প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
মঙ্গলবার (২৯ ডিসেম্বর) রাত ১২টা থেকে নির্বাহী মেজিস্ট্রেটের নেতৃত্বে পুলিশ-বিজিবি-র্যাবের যৌথ টহল শুরু হয়।
দিনাজপুর কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খালেকুজ্জামান বাংলানিউজকে জানান, আসন্ন পৌরসভা নির্বাচনে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরের বিভিন্ন স্থানে ১৫টির বেশি চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালানো হচ্ছে। এছাড়াও গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পাশাপাশি শহরে পুলিশের একাধিক মোবাইল গাড়ি টহল দিচ্ছে।
বাংলাদেশ সময়: ০৫০৯ ঘণ্টা, ডিসেম্বর ২৯, ২০১৫
এটি